আইএলটিএসে ভালো ব্যান্ড স্কোর এর জন্য রিডিং মডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা সবাই মোটামুটি অবগত যে জেনারেল ট্রেনিং এবং একাডেমিক এ রিডিং মডিউল আলাদা আলাদা। আবার কিছু কিছু ক্ষেত্রে মিলও আছে। এই অংশে আমরা রিডিং মডিউল এ কিভাবে ভালো করা যায় সেটা জানবো। আমি খুব সহজ ভাবে ভেঙে ভেঙে বিষয়গুলো বুঝানোর চেষ্টা করেছি। তারপরও আপনাদের যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আমার টেকনিকগুলো আপনারা ফলো করেন আশা করা যায় রিডিং মডিউল এ একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। সো চলুন প্রথমে আমরা প্রশ্নের টেস্ট ফরম্যাট জেনে আসি।
Test Format Reading
এই সেকশনে মূলত একজন ক্যান্ডিডেটের রিডিং স্কিল যাচাই করা হয়। এবং এখানে ৪০ টি প্রশ্ন থাকে।