fbpx

Best IELTS Preparation Coaching Center in Bangladesh

যারা দেশের বাহিরে গিয়ে পড়াশোনা করতে চান তাদের কাছে আইইএলটিএস (IELTS) একটি পরিচিত শব্দ। অনেকে আবার নিজের ইংলিশ এর স্কিল বৃদ্ধি করার জন্য এবং দেশের মধ্যেই ভালো কাজ পাওয়ার জন্য আইইএলটিএস এর কোর্স কমপ্লিট করে থাকেন। এখন সমস্যাটা হচ্ছে কোন প্রতিষ্ঠানে যাব, কোথা থেকে কোর্স করলে ভালো স্কোর পাওয়া যাবে? আপনারা জানেন যে, বাংলাদেশে প্রচুর কোচিং সেন্টার আছে। যেখানে ভর্তি হয়ে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন। সমস্যাটা কিন্তু হয় এখানেই যে কোন প্রতিষ্ঠানে যাব? কোথায় গেলে ভালো সার্ভিস পাব? যেখানে যাব সেখানে কি আদৌ ভালো সার্ভিস দেয় নাকি কথার ফুলঝরি? এই বিষয়গুলো কিন্তু আমাদের মনের মধ্যে হরহামেশাই জাগে। সো কিভাবে বুঝবেন যে একটি প্রতিষ্ঠান আসলেই ভালো কিনা?

What is IELTS?

IELTS এর ফুল ফর্ম হচ্ছে International English Language Testing System. সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আইইএলটিএস এক্সাম দিয়ে থাকে। বাংলাদেশেও আইইএলটিএস পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আইইএলটিএস টেস্ট এক্সাম এর রয়েছে ৪ টি অংশ।

  1. IELTS Speaking
  2. IELTS Listening
  3. IELTS Reading
  4. IELTS Writing

আপনি যদি একটি ভাল ব্যান্ড স্কোর নিয়ে আসতে চান তাহলে আপনাকে প্রত্যেকটি মডিউলে ভালো রেজাল্ট আনতে হবে। যারা এভারেজ একটা স্কোর চান তাদের জন্য ৬ বা ৬.৫ হলেই হচ্ছে। কিন্তু যারা সেভেনের বেশি পেতে চান তাদেরকে মোটামুটি ভালো পড়াশোনা করতে হবে।

IELTS Test Questions Paper or Format Details in Bangla

আইএলটিএস টেস্টে অংশ গ্রহনের পূর্বে এর কোশ্চেন ফরমেট জানা খুবই জরুরী। কোশ্চেন গুলো ভালভাবে জেনে সেই অনুসারে প্রিপারেশন নিতে হবে। আইইএলটিএস টেস্টের দুই ধরনের টেস্ট হয়।

  1. Academic 
  2. General Training(GT)

যারা আইইএলটিএস এক্সামিনেশনে অংশগ্রহণ করে তারা একাডেমিক অর জেনারেল ট্রেনিং যে ধরনের এক্সামে অংশগ্রহণ করুক না কেন তাদের একই ধরনের প্রশ্নে লিসেনিং এবং স্পিকিং টেস্ট হয়। তারমানে একাডেমিক এবং জেনারেলের ট্রেনিং মধ্যে লিসেনিং এবং স্পিকিং মডিউল সেইম। কিন্তু রাইটিং এবং রিডিং মডিউল ভিন্ন ভিন্ন। 

এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে লিসেনিং, রিডিং এবং রাইটিং সেকশন একদিনে এক্সাম হয়। এক্সাম টাইম থাকে ২ ঘন্টা ৪৫ মিনিট কোন ব্রেক নাই। স্পিকিং সেকশনের এক্সাম ওই একই দিনে হতে পারে অথবা লিসেনিং, রিডিং এবং রাইটিং এক্সাম দেয়ার এক সপ্তাহ আগে অথবা পরেও হতে পারে। স্পিকিং এর জন্যে সময় থাকে ১১ থেকে ১৪ মিনিট।

ielts-test-question-format-in-bangla

How to Prepare for IELTS Test

এই পার্টে আপনারা জানবেন কিভাবে আইইএলটিএস টেস্ট এর প্রিপারেশন নেওয়া যায়। যদি আপনি আপনার আইইএলটিএস টেস্টে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে আইইএলটিএস রিলেটেট বিভিন্ন ধরনের স্টেপস ফলো করতে হবে। এখানে আমি আপনাদেরকে ১৫ টি গুরুত্বপূর্ণ স্টেপস দেখাবো, যেগুলো আপনার আইইএলটিএস টেস্ট এর পূর্বে অবশ্যই কমপ্লিট করতে হবে। আপনার আইইএলটিএস এর ভালো ব্যান্ড স্কোরের জন্য এই স্টেপগুলো ভালো করার কোন বিকল্প নাই। সো কথা না বাড়িয়ে চলুন এক নজরে স্টেপ গুলো দেখে নেই।

1. Learn About the Test

যদি আপনি ভালভাবে এক্সাম সম্পর্কে না জানেন তাহলে এক্সামিনেশন রুমে প্রবেশ করা ঠিক হবে না। আপনাকে শুধু জানলেই হবে না ভালো করে প্রিপারেশনও নিতে হবে। আইইএলটিএস টেস্টের যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে তা হলোঃ

Content

আপনাকে কনটেন্ট সম্পর্কে জানতে হবে। কনটেন্টের যে চারটি টেস্ট আছে লিসেনিং, রিডিং, রাইটিং, এবং স্পিকিং এগুলো সম্পর্কে জানতে হবে। প্রতিটি পার্ট সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হবে এবং ভালোভাবে প্রিপারেশন নিতে হবে।

Format

আইইএলটিএস-এর ইচ পার্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যখন এক্সাম দিবো তখন একচুয়ালি কী ঘটবে সে সম্পর্কে জানতে হবে। এবং ডিটেলস ধারণা নেয়া, কি ধরনের প্রবলেম ফেস করতে পারি।

Timing

আপনি যেহেতু আইইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন আপনাকে অবশ্যই টাইমিং সম্পর্কে জানতে হবে। রিডিং এবং রাইটিং এর টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। অন্যান্য পার্ট এর টাইম এর প্রতিও খেয়াল রাখতে হবে।  রিডিং এবং রাইটিং অংশে কিছু টাস্ক এবং প্যাসেজ কমপ্লিট করতে হবে। সো এটি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার টাইম ম্যানেজ করবেন। 

Scoring

স্কোরিং বিষয়টা যে গুরুত্বপূর্ণ এটাতো আলাদা করে বলার কিছু নাই। দিনশেষে কিন্তু আপনার ভালো ব্যান্ড স্কোর দিয়েই আপনার ভ্যালু যাচাই করা হবে। তাই স্কোরিং এর বিষয়টা ভালো করে বুঝতে হবে। কিভাবে ব্যান্ড স্কোর করা হয় তা জানতে হবে। রিডিং এবং লিসেনিং পার্টটা ইজি কারণ এখানে আপনি প্রতিটি কারেক্ট আনসার এর জন্য পয়েন্ট পাবেন। কিন্তু স্পিকিং এবং রাইটিং পার্ট ডিফারেন্ট কারণ এখানে একজন একজামিনার আপনাকে (Assessed) মূল্যায়ন করবেন। তার মানে হচ্ছে আপনার নেচার, এবিলিটি এবং কোয়ালিটি দেখবেন। আপনি যখন ভালোভাবে বুঝতে পারবেন কেন এক্সামিনার আপনাকে (Assessed) মূল্যায়ন করবে তখনই আপনি ভালো স্কোর করতে পারবেন।

FAQ

FAQ মানে হলো ফ্রিকোয়েন্টলি আক্সড কোশ্চেন। আপনি যতই টেস্ট সম্পর্কে জানবেন ততই আপনার প্রশ্ন জাগবে। বিভিন্ন টপিক সম্পর্কে জানবেন। সেগুলোর যখন উত্তর খুঁজতে থাকবেন তখনই আপনার আইইএলটিএস সম্পর্কে ভালো জানা হবে।

2. Types of Test

আইইএলটিএসে দুই ধরনের টেস্ট আছে। একটি হচ্ছে একাডেমিক এবং অন্যটি হচ্ছে জেনারেল ট্রেনিং। এই দুটি টেস্ট  এর মধ্যে লিসেনিং এবং স্পিকিং এর জন্য একটি পরীক্ষা হয়। তার মানে হচ্ছে অ্যাক্যাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর এ দুটি মডিউল লিসেনিং এবং স্পিকিং সেইম। কিন্তু রাইটিং এবং রিডিং এর ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে চুজ করতে হবে। আপনি একাডেমিক না জেনারেল ট্রেনিং কোনটিতে এক্সাম দিবেন। 

সো আপনি একাডেমিক না জেনারেল ট্রেনিং কোনটিতে এক্সাম দিবেন সে অনুসারে স্টাডি শুরু করবেন। একাডেমিক টেস্ট হচ্ছে যারা ইউনিভার্সিটি তে ভর্তি হতে চায় অথবা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়। আর জেনারেল ট্রেনিং হচ্ছে যারা বিদেশে মুভ হতে চায় চাকরির উদ্দেশ্যে অথবা অন্য কোন কারণে।

3. Have Realistic Goal

এই পার্ট টা সত্যি গুরুত্বপূর্ণ এবং আপনার উদ্দেশ্যে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। কত ব্যান্ড স্কোর আপনি পেতে চান তা সামনে রেখে আপনার প্রিপারেশন চালিয়ে যেতে হবে? সো চলুন দেখি রিয়েলিস্টিক ব্যাপারটা আসলে কি।

Decide a Band Score

এর মানে হচ্ছে কোন ধরনের ব্যান্ড স্কোর আপনি পেতে চান। এবং এই বিষয়ে ক্লিয়ার থাকা যে আপনি আসলে কত পেতে চান ৬, ৬.৫, ৭, অর ৮। আপনি যত পেতে চান তার উপর ডিপেন্ড করে স্টাডি করতে হবে।

Check Your Level of English

কত ব্যান্ড স্কোর আপনার দরকার তার ডিসিশন তো আপনি নিয়েই নিয়েছেন, এখন আপনি নিজেকে যাচাই করুন। দেখুন আপনার ইংলিশের লেভেল কি রকম? যদিও এই কাজটা অনেকেই করে না। কিন্তু আমি বলবো, আপনারা একটু যাচাই করুন নিজেদের ইংলিশের লেভেল কি পর্যায় আছে? নিজেকে যদি আপনি যাচাই করতে পারেন আপনার ইংলিশের লেভেল কি পর্যায় তাহলে আপনি খুব সহজেই ইমপ্রুফ করতে পারবেন। 

যদি আপনার ইংলিশের লেভেল আপনি যেই ব্যান্ড স্কোর আশা করছেন তার সাথে মিলে তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনার ইংলিশের লেভেল ব্যান্ড স্কোর এর নিচে থাকে তাহলে আপনি কখনোই আপনার কাঙ্খিত ব্যান্ড স্কোর পাবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইংলিশের লেভেল আপনি যেই ব্যান্ড স্কোর আশা করছেন তার সাথে মিলতে হবে। এমন অনেকেই আছে যারা দুই-তিনবার পরীক্ষা দিয়ে ফেলেছে কিন্তু ব্যান্ড স্কোর ৭ এর বেশি পাচ্ছে না। তারা আমাকে আকস করে কেন ভালো স্কোর পাচ্ছিনা? সো যারা ভালো ব্যান্ড স্কোর পেতে চান বিশেষ করে 7 এর উপরে তাদের জন্য আমার টিপস হবে আপনার ইংলিশের লেভেল চেক করুন। যদি আপনার ইংলিশের লেভেল ঠিক না থাকে তাহলে আপনি কখনই ৭ এর উপরে পাবেন না।

English, IELTS Skills or Both

আপনার লেভেল সম্পর্কে আপনি খুব ভালো হবে অবগত আছেন, এখন চিন্তা করুন যে কিভাবে ইম্প্রুভ করা যায়। প্লান করুন যে কিভাবে ইম্প্রুভ করবেন। হয় আপনি আপনার ইংলিশের দ্রুত উন্নতি করবেন সঠিক লেভেলে আনার জন্য অথবা যদি আপনার ইংলিশের পজিশন সঠিক জায়গায় থাকে, তাহলে আপনি আইইএলটিএস এর জন্য স্টাডি শুরু করতে পারেন। যার মানে হলো আইইএলটিএস -এর ইমপ্রুভ করা। অথবা এমন যদি হয় ইংলিশের লেভেল আপনার কাঙ্খিত ব্যান্ড স্কোর এর সামান্য নিচে তাহলে আপনি ইংলিশ এবং আইইএলটিএস দুটো একসাথে শিখতে পারেন। যদি আপনি রিয়েলিস্টিক হতে চান এই পার্ট গুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ।

Time Frame

আপনার ইংলিশের রাইট লেভেলের জন্য আপনার কেমন সময় আছে বা আপনি কেমন সময় দিতে পারবেন তা নির্দিষ্ট করা। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটার সম্মুখীন আমি হয়েছি যে, কতদিন লাগবে আইএলটিএস এর প্রিপারেশন নিতে? এই প্রশ্নের উত্তর একজন শিক্ষার্থীর সাথে তাকে যাচাই-বাছাই না করে দেয়া সম্ভব না। মানুষের ম্যারিটের উপর ডিপেন্ড করে তার কত সময় লাগতে পারে। আইএলটিএস এর প্রিপারেশন নেয়ার জন্য কারও কারও ক্ষেত্রে এক মাসে হয়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে দুই মাস বা তিন মাস, এমনকি ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

4. Knowing the Requirements of Your Chosen Band Score

আপনি একজন রিয়েলিস্টিক আইইএলটিএস ক্যান্ডিডেট হতে চান। যেহেতু আপনি আপনার গোল ফিক্সড করে ফেলেছেন যে কি কি প্রয়োজন। এখন আপনি ডিপলি চিন্তা করতে পারেন। কেননা রিকোয়ারমেন্ট সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত যে লিসেনিং এবং রিডিং পার্টটা ইজি। এখানে আপনি সহজেই ভালো করতে পারবেন কিন্তু রাইটিং এবং স্পিকিং পার্টটা ডিফারেন্ট। এই অংশে একজন এক্সামিনার কিছু স্পেসিফিক জিনিস এবং স্কিল খোঁজে। আপনাকে খুব ভালোভাবে জানতে হবে একজন এক্সামিনার আসলে কি খুজতেছে এবং আপনাকে সে অনুসারে সামনের দিকে এগোতে হবে। আপনি যখন ব্যান্ড স্কোর এর এই কি পার্টটাগুলো ভালভাবে বুঝতে পারবেন তখনই আপনার ইমপ্রুভমেন্ট হবে।

5. Learn About Question Types

কোশ্চেন টাইপের এই অংশটা আপনাকে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। কারণ কোশ্চেন প্যাটার্ন ভালোভাবে জানলে আপনি সহজভাবে প্রিপারেশন নিতে পারবেন। টেক্সট এক্সাম এর মধ্যে লিসেনিং এবং রিডিং এর ১০ ধরনের প্রশ্ন আছে। এখন এই বিষয়গুলো ফাইনাল এক্সাম টেস্টের আগে ভালভাবে জেনে নিতে হবে এবং সে অনুসারে প্রিপারেশন নিতে হবে। এখানে একটি বিষয় না বললেই নয় প্রশ্ন গুলো ভালভাবে জানার অর্থই কিন্তু হচ্ছে ওই প্রশ্ন গুলোর উপরে ভালো করে প্রিপারেশন নেওয়া। এবং এই প্রিপারেশন আপনাকে নিতে হবে সম্পূর্ণভাবে রিয়েলিস্টিক ওয়েতে। কোন ধরনের মুখস্ত বিদ্যার পড়াশোনা এখানে কোন কাজে লাগবে না। বেশিরভাগ ক্ষেত্রেই এক্সাম হলে কোশ্চেনগুলোর জন্য খুব বেশি সময় থাকে না। যদি এই প্রশ্নগুলো সম্পর্কে আগেই আইডিয়া নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হয়।

6. Learn Tips and Techniques for Each Type of Question

এই পার্টটিতে জানতে পারবেন টেকনিক বা টিপস যার মাধ্যমে আপনি প্রশ্নগুলোকে সহজভাবে ডিল করতে পারেন। এটা আপনার জন্য একটি পজিটিভ দিক। এই পার্ট টা শুধু লিসেনিং এবং রিডিং এর জন্য নয় রাইটিং টাস্ক ২ এর এসের জন্যও ইম্পরট্যান্ট। বিভিন্ন ধরনের এসএ টাইপ কোশ্চেন আছে এবং এগুলোর প্রিপারেশন নিতে হবে। অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখবেন যেন এসএ কোশ্চেন গুলো আইইএলটিএসের স্টান্ডার্ড মানের হয়। আইইএলটিএস এর জন্য কিছু স্পেসিফিক এসএ কোশ্চেন টাইপ আছে। এগুলো বাদে অন্য কিছু ফলো করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। ইন্টারনেটে বিভিন্ন ধরনের এসএ কোশ্চেন আছে। তবে মনে রাখতে হবে এগুলো কিন্তু আইএলটিএস এর স্ট্যান্ডার্ড মানের নাও হতে পারে। এই জন্য এগুলো ফলো না করে ক্যামব্রিজ আইইএলটিএসের কোশ্চেন ফলো করতে হবে। বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে ফলো করতে হবে। স্পিকিং এর জন্য কিছু নির্দিষ্ট ধরনের কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলো কিভাবে ডিল করতে হবে তা শিখতে হবে।

যারা জেনারেল ট্রেনিং এর জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য রাইটিং টাস্ক ১ এ থাকবে লেটার। বিভিন্ন ধরনের লেটার্স থাকতে পারে। আর যারা একাডেমিক এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য রাইটিং টাস্ক ১ এ থাকবে বিভিন্ন ধরনের চার্ট। প্রায় ছয় ধরনের চার্ট থাকতে পারে। সো ফাইনাল কথায় আসি ielts-এ যে প্রশ্নগুলোর সম্মুখীন হবেন তার জন্য ভালোভাবে পিপারেশন নিয়ে নেবেন। এবং বিভিন্ন ধরনের টিপস এবং টেকনিক ফলো করে প্রশ্নগুলোর প্র্যাকটিস করবেন।

7. Common Tips and Vocabulary

শুধু পড়লেই হবে না কিছু টিপস ফলো করে পড়তে হবে। টিপস এবং টেকনিকগুলো আপনার প্রশ্নগুলো সহজ ভাবে উত্তর দিতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনাকে ভোকাবলারিও জানতে হবে। তবে মনে রাখবেন ভোকাবুলারি সবসময় ইংলিশ টু ইংলিশে জানতে হবে। যদি আপনার ইংলিশের লেভেল ভালো থাকে তারপরও ভোকাবুলারি পড়তে হবে। কারন প্রশ্নগুলো ডিরেক্টলি করা হবে এবং এর উত্তর আপনাকে খুব দ্রুত দিতে হবে। কোন হেজিটেশন বা বাজলে চলবে না। চেষ্টা করতে হবে ঠোঁটের আগায় যেন সব প্রশ্নের উত্তর রেডি থাকে। এর জন্য কোন ধরনের মুখস্থ অ্যানসার দিলে হবেনা, ন্যাচারাল আনসার করতে হবে।

8. Develop Ideas and Topics

যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে তাহলে নিচের বিষয়গুলো ফলো করতে পারেন।

  • Documentaries (নিউজ পেপার, আর্টিকেল, ম্যাগাজিন, ইংলিশ লিটারেচার, ইংলিশ নভেল ইত্যাদি পড়া)
  • BBC, CNN, Aljazeera, Fox News (এই সকল নিউজ চ্যানেল গুলো নিয়মিতভাবে দেখা এবং এগুলো রিপিট করা, নিজে নিজে বলা)
  • New Scientist (নতুন সাইন্টিস্ট এবং অন্যান্য যে ম্যাগাজিনগুলো আছে, যেখানে বিভিন্ন ধরনের টপিক্স কভার করে সেগুলো জানতে হবে)
  • Radio Programs (বিভিন্ন ধরনের ইংলিশ রেডিও প্রোগ্রাম গুলো নিয়মিত শোনা)

এই সবগুলো বিষয় একজন আইএলটিএস ক্যান্ডিডেট কে রাইট ইংলিশ শিখতে সাহায্য করবে। এবং এর মাধ্যমে আপনি সঠিক নিয়মে রিডিং, রাইটিং, লিসেনিং, এবং স্পিকিং শিখতে পারবেন। যেহেতু আপনি ন্যাচারালি এতগুলো বিষয়কে শিখতে পারছেন তাই এই পার্টটি একটু সিরিয়াসলি নিতে হবে। যদি আপনার সময় কম থাকে তাহলে এই বিষয়গুলো ফলো করে লাভ নাও পেতে পারেন। যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে এটলিস্ট ২ মাস তাহলে এইসব বিষয়ে প্র্যাকটিস করেন।

9. Practice Tests to Access Listening and Reading

যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে তাহলে নিচের বিষয়গুলো ফলো করতে পারেন।

  • Documentaries (নিউজ পেপার, আর্টিকেল, ম্যাগাজিন, ইংলিশ লিটারেচার, ইংলিশ নভেল ইত্যাদি পড়া)
  • BBC, CNN, Aljazeera, Fox News (এই সকল নিউজ চ্যানেল গুলো নিয়মিতভাবে দেখা এবং এগুলো রিপিট করা, নিজে নিজে বলা)
  • New Scientist (নতুন সাইন্টিস্ট এবং অন্যান্য যে ম্যাগাজিনগুলো আছে, যেখানে বিভিন্ন ধরনের টপিক্স কভার করে সেগুলো জানতে হবে)
  • Radio Programs (বিভিন্ন ধরনের ইংলিশ রেডিও প্রোগ্রাম গুলো নিয়মিত শোনা)

এই সবগুলো বিষয় একজন আইএলটিএস ক্যান্ডিডেট কে রাইট ইংলিশ শিখতে সাহায্য করবে। এবং এর মাধ্যমে আপনি সঠিক নিয়মে রিডিং, রাইটিং, লিসেনিং, এবং স্পিকিং শিখতে পারবেন। যেহেতু আপনি ন্যাচারালি এতগুলো বিষয়কে শিখতে পারছেন তাই এই পার্টটি একটু সিরিয়াসলি নিতে হবে। যদি আপনার সময় কম থাকে তাহলে এই বিষয়গুলো ফলো করে লাভ নাও পেতে পারেন। যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে এটলিস্ট ২ মাস তাহলে এইসব বিষয়ে প্র্যাকটিস করেন।

10. Get Consultation by an Experienced Teacher

আইইএলটিএস এক্সাম এরমধ্যে স্পিকিং এবং রাইটিং পার্টটা ভালোভাবে অ্যাসাসড (Assessed) করতে হবে। এর জন্য একজন এক্সপেরিয়েন্সড টিচারের কাছে যেতে হবে। তিনি অবশ্যই আপনার লেভেল চেক করে সে অনুসারে ইনস্ট্রাকশন দিবে। টিচার সিলেকশন এর ক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি তিনি কারেন্ট অর এক্স এক্সামিনার হয়। কারণ তিনি আপনাকে একুরেট ফিডব্যাক দিতে পারবেন। যদি তা সম্ভব না হয় তাহলে একজন এক্সপেরিয়েন্সড আইইএলটিএস টিচার হলেই হবে। যে কিনা খুব সহজভাবে আইএলটিএস  শেখাতে পারবে। যখন স্পিকিং এর প্র্যাকটিস করা হয় তখন সব সময় কত ব্যান্ড স্কোর পেলাম এর দিকে নজর না দিয়ে, কোথায় ভুল হলো, কেন ভুল হলো এবং কোথায় কোথায় দুর্বলতা আছে এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে।

11. Develop and Practice

আইইএলটিএস এক্সাম এর সবগুলো বিষয় তো মোটামুটি জানা হলো। এখন এগুলো ডেভলপ করতে হবে এবং তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আইইএলটিএসে কোন নির্দিষ্ট স্কেজিউল নাই যেটা ফলো করে আপনি পড়তে পারেন। একেকজন ক্যান্ডিডেটের একেকরকম স্ট্রেন্থ থাকে। যে যেমন সময় নিয়ে পড়তে চায় পড়তে পারবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নিয়ে পড়ার কিছু নেই। যার যেমন সময় লাগে সে অনুসারে পড়তে পারেন। মূল বিষয় হচ্ছে ফাইনাল এক্সামে এটেন্ড করার পূর্বেই ভালোমতো প্রিপারেশন নিয়ে নেয়া। ধরে ধরে উইকনেস এর জায়গা চিহ্নিত করে সেগুলো কে উন্নত করায় মনোনিবেশ করা।

12. Build Speed and Time Management Skills for Reading and Writing

রিডিং এবং রাইটিং মডিউলে ওয়ান আওয়ার করে সময় থাকে। এই সময়ের মধ্যে রিডিংয়ের ৪০ টি প্রশ্ন এবং রাইটিং এ টাস্ক ১ এবং টাস্ক ২ কমপ্লিট করা একটু টাফ হয়ে যায়। তাই এই রিডিং এবং রাইটিং এ ভালো করতে কিভাবে ১ আওয়ার এর মধ্যে সব কমপ্লিট করা যায় তার প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনের জন্য স্পিডলি পড়া এবং লেখার কোন বিকল্প নাই। স্পিডলি পড়ে টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে মেনটেন করতে হবে এবং এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে।

13. Full Practice Test Under Exam Conditions

ফাইনাল এক্সাম দেওয়ার পূর্বে প্রাক্টিস টেস্ট দিলে সে সম্পর্কে আরো ভালো আইডিয়া হতে পারে। এটি একজন ক্যান্ডিডেটের মানসিক উন্নতি করে, পাশাপাশি এক্সাম সম্পর্কে ধারণা হয়। একজন ক্যান্ডিডেট বুঝতে পারে তার কোথায় দুর্বলতা আছে, কোথায় কোথায় উন্নতি করতে হবে। ফাইনাল এক্সাম দেওয়ার পূর্বে কমপক্ষে একবার হলেও ফুল টেস্ট এক্সাম দেওয়া জরুরি। চেষ্টা করতে হবে একাধিকবার দেওয়ার। তা সম্ভব না হলে কমপক্ষে একবার হলেও এক্সাম দেওয়া।

14. Training

ট্রেনিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমি দু’ধরনের ট্রেনিং এর কথা উল্লেখ করেছি। আপনাদের সাধ্যমত আপনারা নিজেরাই চেষ্টা করতে পারেন অথবা কোন প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিং নিতে পারন।

IELTS School

একজন আইইএলটিএস ক্যান্ডিডেটের জন্য সবচেয়ে ভালো হবে প্রফেশনাল ট্রেনিং। প্রফেশনাল ট্রেনিং এর জন্য আপনি ব্রিটিশ কাউন্সিল (British Council) অথবা আইডিতে(IDP) যেতে পারেন। অথবা কোন লোকাল ট্রেইনারের কাছে যেতে পারেন। তবে মনে রাখতে হবে যে ট্রেইনারের কাছে যাবেন তাকে আইএলটিএস সম্পর্কে প্রোপার ধারণা থাকতে হবে। ট্রেইনার চুস করার ক্ষেত্রে একটু ওয়াইজলি চুস করবেন। যাকে সিলেক্ট করবেন সে যেন আপনার এইম ভালোভাবে বুঝতে পারে। এমন কোনো প্রতিষ্ঠান বা ট্রেইনার সিলেক্ট করবেন না যারা নিজেদের বেস্ট বলে, আপনি তাদের সার্ভিস দেখে যাচাই করবেন তারপর চুস করবেন।

Free Online Training

যারা নিজে নিজে প্রিপারেশন নিতে চান তারা অনলাইনের সাহায্যে ফ্রি ট্রেনিং গুলো থেকেও প্রিপারেশন নিতে পারেন। তবে এক্ষেত্রে প্রপার ডেডিকেশন প্রয়োজন। তাছাড়া অনেক সময় ভালো সোর্স পাওয়া যায় না। তাই অনলাইন এ ফ্রী ট্রেনিং এর চেয়ে একজন ট্রেইনারের শরণাপন্ন হওয়াই ভালো।

15. Final Level of English and IELTS Skill

যখন একজন ক্যান্ডিডেটের ইংলিশ এবং আইইএলটিএস স্কিল সবচেয়ে ভালো পজিশনে থাকে তখন টেস্টে অংশগ্রহণ করা উচিত। কারণ কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর না পেলে আবারো এক্সাম দিতে হতে পারে। তাই ফাইনাল এক্সামের আগে ভালোভাবে ইংলিশ এর লেভেল এবং আইইএলটিএস  স্কিল যাচাই-বাছাই করে এক্সামে অংশগ্রহণ করা উচিত।

Qualities of a Good IELTS Institute

আমার মতে কোন একটি  আইএলটিএস প্রতিষ্ঠান ভালো হওয়ার জন্য তার কিছু গুণাবলী থাকা অবশ্য প্রয়োজনীয়। কারণ আমরা এগুলোর মাধ্যমেই বিচার করতে পারব, আইইএলটিএস প্রতিষ্ঠানটি বা কোচিং সেন্টারটি ভালো কি ভালো না।

Responsibility

রিসপনসিবিলিটি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন সেখানে কি আপনার রিসপনসিবিলিটি নিবে? যদি নেয় তাহলে সে প্রতিষ্ঠান নিঃসন্দেহে ভাল। রিসপনসিবিলিটি বলতে আপনার একটি ভালো ব্যান্ড স্কোর পাইয়ে দেওয়াকেই বোঝায়। আর এই ভালো স্কোর অর্জনের জন্য আপনাকে সব ধরনের সহযোগিতা সে প্রতিষ্ঠান করবে এবং আপনার প্রতি যথেষ্ট আন্তরিক থাকবে।

Teaching Style

গতানুগতিক ধারার পড়া এখন আর চলে না। কারণ এখন টিচিং স্টাইল পরিবর্তন হয়েছে। এখন মানুষ নতুন স্টাইলে পড়তে চায়। মানুষ সে স্টাইলে পড়তে চায় যে টিচিং টেকনিকের মাধ্যমে পড়লে তাদের প্রকৃত ভাবে উপকার হবে। 

Feedback

বর্তমানে আমাদের মধ্যে এ বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় যে কোন একটা প্রতিষ্ঠান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ফিডব্যাক কেমন? তারা কি সেখানে ভালো সার্ভিস পাচ্ছে না কি পাচ্ছে না। তারা কতটুকু বেনিফিট হচ্ছে প্রতিষ্ঠান থেকে এই ধরনের বিষয়গুলো খুব বেশি জানতে ইচ্ছে করে। কারন আপনি সেখানে সার্ভিস নিবেন। আপনি সেখানে ঢাকার পাশাপাশি সময়ও ব্যয় করছেন। এখন এদুটোর প্রপার ইউটিলাইজেশন না হলে, সেখান থেকে আপনি সার্ভিস কেন নিবেন? তাই এর জন্য বলব, আপনাদের পরিচিত যারা কোন প্রতিষ্ঠানে থেকে আয় করছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন, তারপরে সে প্রতিষ্ঠানে ভর্তি হন।

Trusted

জি হ্যাঁ বিশ্বাসযোগ্যতা, এটি খুব বেশি ভেরি করে। আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে যাচ্ছেন তাকে আপনি বিশ্বাস করতে পারছেন কি না? তাদের সার্ভিস ট্রাস্টের কিনা? তাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা? এ বিষয়গুলো আপনি যাচাই করবেন। যদি দেখেন বিষয়গুলো আপনি পেয়েছেন তাহলে নিশ্চিতভাবে সে প্রতিষঠান থেকে সার্ভিস নিতে পারেন। নিচের রিডিং প্যাসেজ দেখে রিড়িং পড়ার ধরন যাচাই করে দেখতে পারেন।

IELTS Preparation Course Bangla