fbpx

IELTS Listening Course In Bangladesh

আইএলটিএস  এর অন্যতম একটি মডিউল হচ্ছে লিসেনিং। একটু চেষ্টা করলেই এই মডিউলতে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যায়। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটোর ক্ষেত্রেই লিসেনিং এর একই রকম প্রশ্ন থাকে। যারা লিসেনিং অংশে দুর্বল এবং  দ্রুত উন্নতি করতে চাচ্ছেন তাদেরকে বলব অবশ্যই একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর এর শরণাপন্ন হন। সেই আপনার বর্তমান অবস্থা বুঝে আপনাকে ট্রেইন করাবে। যদি আপনি প্রপারলি প্র্যাকটিস এর মধ্যে থাকেন এবং ভালো প্রিপারেশন নিতে পারেন তাহলে আশা করা যায় আপনি এই মডিউলে ভালো ব্যান্ড স্কোর পাবেন। সো চলুন সংক্ষেপে দেখে নেই লিসেনিং অংশের টেস্ট ফরম্যাট।

Test Format Listening

লিসেনিং এর এই সেকশনে চারটি রেকর্ডিং শুনতে হবে। এবং এই রেকর্ডিংয়ের স্পিকার হবে নেটিভ ইংলিশ স্পিকার। রেকর্ডিং শোনার জন্য টোটাল সময় থাকবে ৩০ মিনিট। এরপর এই সবগুলোর উত্তর একসাথে একটি উত্তরপত্রে দিতে হবে। লিসেনিং এর জন্য যে ৩০ মিনিট সময় থাকে সেই সময়ের মধ্যে কোশ্চেন পেপার এর মধ্যে উত্তর নোট করা যাবে। এবং তারপর ১০ মিনিট সময় দেওয়া হবে অ্যানসার সীটে অ্যানসার লেখার জন্য। নিচে রেকর্ডিং এর চারটি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

Recording 1:

লিসেনিং অংশের প্রথম পার্ট হচ্ছে রেকর্ডিং ১। এই অংশে দুজন ব্যক্তির মধ্যে কনভারসেশন হবে। প্রতিদিনের যে কোন সোশ্যাল কন্টেক্সট নিয়ে এই কথোপকথন হতে পারে। তার মানে হচ্ছে এটা একটা সোশ্যাল বিষয় নিয়ে কনভারসেশন। যেমন- ধরুন দুইজন ব্যক্তির মধ্যে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথোপকথন হতে পারে।

Recording 2:

এই অংশটি ইন্টারেস্টিং কেননা এখানে একজন ব্যক্তি দুটো আলাদা আলাদা ক্যারেকটারে কথা বলবে। যার মানে হল মনোলোগ (Monologue) সেট। এই অংশেও প্রতিদিনের যেকোনো সোসিয়াল কন্টেক্সট নিয়ে কথোপকথন হবে। যেমন- লোকাল ফ্যাসিলিটিস নিয়ে কোন ধরনের সংলাপ।

Recording 3:

রেকর্ডিং ৩ এর এই অংশে তিন থেকে ৪ জন নিয়ে একটি কনভারসেশন হতে পারে। এই অংশে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা হচ্ছে এডুকেশনাল অথবা ট্রেনিং কন্টেক্সট। যেমন- একজন ইউনিভার্সিটি টিচার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলছে।

Recording 4:

একাডেমিক সাবজেক্ট নিয়ে একটি মনোলোগ (Monologue) স্পিকিং থাকবে এই অংশে। মনোলোগ স্পিকিং তো আমরা জানি তাও একবার স্মরণ করিয়ে দিচ্ছি, যে নাটকীয় রচনায় একজন মাত্র ব্যক্তি কথা বলে। রেকর্ডিং এর উদাহরণ হলোঃ ইউনিভার্সিটি লেকচার যা একটি একাডেমিক সাবজেক্ট।

লিসেনিং এর এই সেকশনে চারটি রেকর্ডিং শুনতে হবে। এবং এই রেকর্ডিংয়ের স্পিকার হবে নেটিভ ইংলিশ স্পিকার। রেকর্ডিং শোনার জন্য টোটাল সময় থাকবে ৩০ মিনিট। এরপর এই সবগুলোর উত্তর একসাথে একটি উত্তরপত্রে দিতে হবে। লিসেনিং এর জন্য যে ৩০ মিনিট সময় থাকে সেই সময়ের মধ্যে কোশ্চেন পেপার এর মধ্যে উত্তর নোট করা যাবে। এবং তারপর ১০ মিনিট সময় দেওয়া হবে অ্যানসার সীটে অ্যানসার লেখার জন্য। নিচে রেকর্ডিং এর চারটি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

মনে রাখতে হবে রেকর্ডিং শুধুমাত্র একবার শোনানো হবে। সো যখন শুনবেন খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি চাইলে উত্তরপত্রে নোট করতে পারেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় উচ্চারণ এর একটি ভ্যারিয়েশন থাকবে। যার মানে হলো এখানে ব্রিটিশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এবং কানাডার স্পিকিং স্টাইল থাকবে। সংক্ষেপে লিসেনিং এর মেইন টপিকস।

Timing:

প্রায় ৩০মিনিট দেওয়া হবে চারটি রেকর্ডিং এর জন্য। এবং ১০ মিনিট সময় থাকবে উত্তর লেখার জন্য।

No. of Questions:

৪০ টি প্রশ্ন থাকবে।

Task Types:

বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। যে প্রশ্নগুলো থাকতে পারে তা হলোঃ মাল্টিপল চয়েস, মেচিং, প্লান / ম্যাপ / ডায়াগ্রাম লেভেলিং, ফর্ম / নোট / টেবিল / ফ্লোচার্ট /  সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন।

Answering:

রেকর্ডিং শোনার সময় কোশ্চেন পেপারে উত্তর লিখে রাখতে পারেন। যখন এই অংশ শেষ হয়ে যাবে তখন অ্যানসার শীটে উত্তরগুলো লিখতে হবে। এবং তার জন্য ১০মিনিট সময় থাকে। উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে যেন স্পেলিং মিসটেক এবং গ্রামার এরর না হয়। কেননা এর জন্য পেনাল্টি আছে।

IELTS Listening Bangla Tutorial

লিসেনিং সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। যাদের লিসেনিং এ সমস্যা আছে তারা এই ভিডিও টি দেখতে পারেন। আশা করা যায় উপকার পাবেন।