I’m Md Mahafujur Rahman
One of the Best IELTS Teachers in Bangladesh
Professional IELTS trainer and instructor. I have been teaching IELTS for around 12 years and have taught around 20 thousand classes.
About Me
আমি মোঃ মাহাফুজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে এমবিএ সম্পন্ন করেছি। দীর্ঘদিন আমি S@ifur’s এ আইইএলটিএস, স্পোকেন এবং ফনেটিক্স ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি। আমার নিজের স্কোর 8, CLB 9, 9 out of 9 in speaking আমি 12 বছর ধরে পড়াচ্ছি।
HSC এর পর থেকেই আমি IELTS পড়াই। পড়ানো টা আমার DNA এর সাথে মিশে গেছে। আপনার IELTS এর বাঁধা পার করিয়ে দেওয়াকে আমার নেশা বানিয়ে ফেলেছি গত ১২ বছর ধরে। আমি জানি আপনার স্বপ্ন আকাশ ছোঁয়া। আপনার আশা এবং স্বপ্নকে আমি পুরন করবোই (ইনশা-আল্লাহ )। আমি ছোট বেলা থেকে কষ্ট করে বেড়ে উঠা একজন মানুষ। আপনি আপনার পরিবারের আশা, ভরসা, আবেগ এবং স্বপ্নের প্রতীক। আপনার উপর তাকিয়ে আছে আপনার পরিবার। এই স্বপ্ন নিয়ে যখন আপনি আমার কাছে আসেন, তখন সেটা আমারি স্বপ্ন হয়ে যায়।
আপনাকে চমৎকার IELTS স্কোর করিয়ে দেওয়াই থাকে আমার টার্গেট। তার জন্যে আমি আপনাদের জন্যে আমার সবটুকু দিয়ে দেই। পড়াই সপ্তাহে 6 দিন। IELTS এর বাধা পার হতে আপনাকে আমি দেব আমার সবটুকু সময়। পুরো সময় জুড়ে আমাকে পাবেন আপনার আপন ভাইয়ের মত। কথা এবং কাজের মিল পাবেন সব সময়।
IELTS Preparation Class Schedule
Total Class
Cambridge 9 to 12 পড়াতে যতগুলো ক্লাস লাগে টোটাল ক্লাস ততগুলো ।। আমি এই বইগুলো আপনাকে 3/4 বার রিভিশন দেওয়াবো। এর মাঝে যদি আপনার প্রিপারেশন হয়ে যায়, তবে আলহামদুলিল্লাহ। না হলে আরো ক্লাস করবেন।। আপনার ফুল প্রিপারেশন না হওয়া পর্যন্ত আমি আপনাদের পড়াব। আমি পড়াই অনেক্ষণ। প্রতিদিন 8 থেকে 10 ঘণ্টা। সপ্তাহে 6 দিন।
Class for Job Holder
রাতে 9 টা বা 8 টা থেকে রাত 12 টা পর্যন্ত পড়বেন।। বা 10 টা থেকে 12 টা। কেনো আমি এত ক্লাস দেই???? IELTS এর ভালো স্কোরের জন্য দরকার অনেক পড়াশোনা। ভালো প্রিপারেশন। আর টিপস আর টেকনিক এর সাথে ইংলিশ এর স্কিল বাড়াতে হবে। আমি সেই স্কিল আপনার মধ্যে এনে দেবো। সবকিছুকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, যাতে আপনার ইংলিশ স্কিল বৃদ্ধি পায়।
Class for Student
আপনারা যারা শিক্ষার্থী হিসেবে আছেন তাদের জন্য ক্লাসের সময় হচ্ছে 11 টা থেকে রাত পর্যন্ত যেকোনো সময় আপনারা ক্লাস করতে পারেন। আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাদেরকে বলছি, এখানে সেখানে না গিয়ে আমার এই প্রতিষ্ঠানে আসুন এখান থেকে আইএলটিএস করুন। এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনার কাঙ্ক্ষিত স্কোর আপনি পাবেনই।
Fields of Expertise
Experience 11+
I have more than 11 years experience in this field.
Training Career 7+
I am training in IELTS more than 7 years & taught 20 thousand classes.
Batch Complete 500+
More than 500+ batches have been completed by me.
Why Will You Take Service From Me?
আমি প্রতিটি বাক্যকে ছোট ছোট করে বুঝিয়ে IELTS কে সহজ করে দেই। ক্যামব্রিজ 9 থেকে 15 প্রতিটি প্যাসেজ বুঝিয়ে দেই। লিসেনিং এ ট্রান্সক্রিপ্ট ধরে বুঝিয়ে দেই। আপনাকে আমি আপনার প্রত্যাশিত স্কোর না পাওয়া পর্যন্ত পড়াবো। আমি প্রতিদিন 7/8 ঘণ্টা পড়াই। রেগুলার ব্যাচে ক্রাস কোর্স করতে পারবেন। আপনি যত দুর্বলই হোন না কেন, আমার কাছে IELTS করে বুঝবেনই ইনশাআল্লাহ।
আমার কাছে পড়লে আপনাকে 400 বছর আগের ভোকাবুলারি পড়তে হবে না। আমার ব্যাপারটা ভিন্ন।। আমি ছাত্র-ছাত্রীদের পড়া খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারি।। ইংলিশ এর স্কিল তার ভিতরে গড়ে দেই। প্রতিদিন 7 থেকে 8 ঘণ্টা পড়লে আপনার স্কিল ডেভোলাপড হবেই। আমার বেশিরভাগ ছাত্র-ছাত্রীই অন্যান্য প্রতিষ্ঠান থেকে দু-একটা কোর্স করে তারপর আমার কাছে এসেছে। তারা সেখানে কোর্স করে যে শুধু তাদের টাকাই নষ্ট করেছে তেমনটা নয়, তারা তাদের মূল্যবান সময়টাও নষ্ট করেছে। আমার এখানে আসুন, দেখুন আমার ক্লাস, তারপর সিদ্ধান্ত নিন যে আমার এখান থেকে কোর্স করবেন কিনা।।
অনেকে হয়তো একটা ব্যাপার নিয়ে অভিযোগ করে থাকবেন কেনো আমি এতো বেশি কোর্স ফি (17500/) নেই? একটা বিষয় কি আমি যেমনটা স্টুডেন্টদেরকে সার্ভিস দেই আমি মনে করি সেই হিসেবে এটা খুব সামান্যই টাকা। আমি আপনাকে সময় দিব, শ্রম দিব, সর্বোপরি আপনার রেস্পন্সিবিলিটি আমি নিব। তার বিনিময়ে তো আমি আপনার কাছে কিছু পেতেই পারি ঠিক না? ছোট্ট একটা এক্সাম্পল দেই। একই ধরনের শার্ট আপনি গুলিস্তান থেকে নিলে একরকম প্রাইস। নিউ মার্কেট থেকে নিলে আরেকরকম। এবং আপনি সেই একই শার্ট যদি বসুন্ধরা সিটি থেকে নিতে চান তাহলে কিন্তু তার প্রাইস আলাদা। এখন আপনি কি বলতে পারেন একই শার্টের কেন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রাইস? আপনি কিন্তু বসুন্ধরা সিটি থেকে বেশি দাম দিয়ে নিচ্ছেন। কিন্তু আপনার মনে কিন্তু একবারও এই প্রশ্ন জাগছে না, কেন আমি গুলিস্তানে যেটা কম দামে পাওয়া যাচ্ছে, বসুন্ধরায় সেটার বেশি দাম দিচ্ছি? উত্তরটা কিন্তু সিম্পল, ট্রাস্ট। বসুন্ধরা সিটির টা আপনি ট্রাস্ট করতেছেন, যেখানে গুলিস্তানের জিনিসটাকে করছেন না।
আর একটা ব্যাপার বলি বেশির ভাগ ছাত্র-ছাত্রী আমাকে আমার কোর্স ফি (17500) এর থেকে কোর্স করে বেশি টাকা দিয়ে যায়।। এর কারণটা হচ্ছে সেটিসফেকশন। যেখানে আপনি আপনার কাঙ্খিত স্কোর পেলেন, আপনার সেটিসফেকশন আমি অর্জন করলাম তার বিনিময়ে আপনি খুশি হয়ে এক্সট্রা কিছু দিতেই চাইবেন। এরকম ঘটনা কোচিং এর বেলায় কখনোই হয় না।। আমি একরকম প্রাইভেট টিউটরের মতোই পড়াই। সো আর দেরী না করে চলে আসুন আমার প্রতিষ্ঠানে অথবা যোগাযোগ করুন।